এই কম্বোর প্রতিটি আইটেম আপনার খেলার প্রস্তুতিকে করে আরও পরিপূর্ণ।
আমরা যখন টার্ফে খেলতে যায় তখন আমরা সাধারণ মোজা গুলো পড়ে বা Ankle protecting Guard পড়ে খেলতে নামি। এতে আমাদের দৌঁড়ের গতিতে কন্ট্রোল করা বা বল কন্ট্রোল করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সময় ইঞ্জুরীর প্রবনতা থাকে। তাই Grip Socks আপনাকে এই সমস্যা গুলো থেকে রক্ষা করবে। তাছাড়া আপনি টার্ফ বুট পড়ে খেললে আরও সুরক্ষিত থাকবেন, তাই আপনার জন্য রেখেছি Boot Socks ও। যেটা খুবই Smooth & Comfortable. সাথে আপনাকে দিচ্ছি একটি Shoe Bag, কারন অনেকে খেলা শেষে বুট ও ঘাম যুক্ত জার্সি এক সাথে এক ব্যাগে রাখে, এতে Hygiene এর বিষয়টি মাথায় রেখে সু ব্যাগটি হতে পারে আপনার জন্য উপযোগী। এতে ব্যাকটেরিয়া জনিত রোগ থেকে আপনাকে দূরে রাখতে আমরা প্রস্তুত।
আপনি খেলতে যাচ্ছেন, আর পানি নিবেন না তা কি হয়? খেলার বিরতিতে বা শেষে আপনাকে অবশ্যই পর্যাপ্ত পরিমান পানি পান করতে হবে যাতে শরীরের পানির পরিমাণ ঠিক থাকে, স্ট্যামিনা বুস্ট করে এবং কিডনি জনিত রোগ থেকে মুক্ত রাখে। তাই আপনার জন্য এই কম্বোতে রেখেছি Temperature measurable Water Bottle.
খেলতে গেলে শরীরে ঘামতো আসবেই। তাই আপনার জন্য নিয়ে এলাম China Rumal যা খুবই সফট এবং খুব অল্প সময়ে পানি বা ঘাম শুষে নেই। এতে আপনাকে খেলায় আরো মনযোগী করে এবং খেলা শেষে নিজের ক্লান্তি টুকু মুছে নেওয়ার উপযোগী আইটেম।
আপনি খেলতে যাবেন আর এই সব খেলার কিটস রাখার জন্য ব্যাগ দিবো না তা কি হয়? তাই আপনার জন্য রেখেছি ২ ডিজাইনের China থেকে Import করা ব্যাগ। এই ব্যাগটির Quality, Comfort, Style এই ৩টি বিষয় নিশ্চিত করাই এটি আপনাদের জন্য উপযোগী। তাছাড়া আপনারা টার্ফে খেলতে গেলে ব্যাগে গুরুত্বপূর্ণ কিছু জিনিস রাখেন যেমন: ফোন, টাকা, হেডফোন। এসবের সিকিউরিটির কথা চিন্তা করে আপনাদের দেওয়া হচ্ছে একটি আকর্ষণীয় Bag Lock & Key Ring. এতে আপনার ব্যাগে সকল জিনিস রেখে আপনি তালা লাগিয়ে চাবি টার্ফ ম্যানেজারকে দিয়ে রাখতে পারেন। এতে আপনার সিকিউরিটির বিষয় নিশ্চিত করতে পারছেন।





